Thursday, 26 March 2015

গভীর অন্ধকার রাত্রীর একজন যাত্রী যদি তার সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনে যাত্রা শুরু করে এবং পথটি যদি কন্টকময় হয় ও মাঝে মাঝে যদি গর্ত থাকে তাহলে ঐ যাত্রী কি তার গন্তব্য স্থলে পৌঁছাতে পারবে ?



উত্তরঃ পারবে, কিন্তু কখন, যখন যাত্রীর হাতে একটি হাই ভোল্টেজ টর্চ লাইট প্রজ্বলিত থাকবে এবং সে লাইট ভাল ভাবে ব্যবহার করে নিখুত ভাবে পথ চলবে নতুবা সে পথে কাটা বিদ্ধ হবে এবং গর্তে পতিত হবে
উত্তরঃ পারবে না, কিন্তু কখন, যখন যাত্রীর কাধে ঝুলন্ত একটি থলের মধ্যে একটি হাই ভোল্টেজ টর্চ লাইট থাকবে  এবং উহা নিভানো অবস্থায় থাকবে
একজন মুসলীমের গন্তব্য স্থল হলো জান্নাত, আর এই দুনিয়া হলো তার অন্ধকারাচ্ছন্ন কন্টকময় পথ এবং হাই ভোল্টেজ টর্চ লাইট হলো পবিত্র কুরআন, এখন যদি কোন মুসলীম এই পথ পারী দিতে চায় এবং পবিত্র কুরআনকে মোড়কে বেঁধে সিন্দুকের মধ্যে রেখে দেয় তাহলে মুসলীম কি তার গন্তব্য স্থলে যেতে সক্ষম হবে যদি সক্ষম না হয়, তাহলে নিজেকে প্রশ্ন করুন তো আপনি কুরআনের সাথে কিরুপ ব্যবহার করছেন আর আপনার গন্তব্য স্থলই বা কোথায় হতে পারে
আল্লাহতায়ালা বলেনঃহে মানুষ, তোমাদের পরওয়ারদেগারের পক্ষথেকে তোমাদের নিকট সনদ পৌঁছে গেছে আর আমি তোমাদের প্রতি প্রকৃষ্ট আলো অবতীর্ণ করেছি (নিসা-১৭৪)”
হে আহলে কিতাব! তোমাদের কাছে আমার রাসুল এসেছে, তোমরা কিতাবের যেসব বিষয় গোপন কর, তন্মধ্য হতে বহু বিষয় সে তোমাদের সামনে পরিষ্কার ভাবে ব্যক্ত করে, আর বহু বিষয়(প্রকাশ করা)বর্জন করে,  তোমাদের কাছে আল্লাহর নিকট থেকে এক আলোকময় বস্তু এসেছে এবং তা একটি স্পষ্ট কিতাব(কুরআন)(মায়েদা-১৫)” 
উপরোক্ত আয়াতদ্বয়ে কুরআনকে নুর বলা হয়েছে
পবিত্র কুরআনের একটি নাম হলো নূর যার অর্থ হলো আলো, এই আলো যদি আমরা না জ্বালাই তবে ঘোমরাহিই  আমাদের জন্য অপেক্ষা করছে আসুন সেই ঘোমরাহি থেকে আমরা নিজে দিগকে আমাদের  পরিবার বর্গকে বাচাঁতে চেষ্টা করি
আল্লাহ বলেছেনঃ হে ঈমানদ্বার গন, তোমরা সেই আগুন থেকে তোমাদেরকে তোমাদের আহালদেরকে রক্ষা কর যার ইন্ধন হবে মানুষ এবং পাথর (আত-তাহরীম)
উসমান ইবনে আফফান(রাঃ) থেকে বর্ণিত তিনি বলেন, নাবী(সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)বলেছেনঃ তোমাদের মধ্যে সর্বোত্তম তারা, যারা নিজেরা কুরআন শিখে এবং অন্যকেও শিক্ষা দেয় (বুখারী-৪৬৫৭,৪৬৫৮ ইঃফাঃ) 
আসুন কুরআন নিজে শিখি এবং অপরকে শিক্ষা দেই  

No comments:

Post a Comment